আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

ঢাকায় মতবিনিময় সভা

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা



মাহমুদ হাশিম, বাংলাদেশ প্রতিনিধি, সিআরআই বাংলা বিভাগ

চীন আন্তর্জাতিক বেতার, সিআরআই বাংলা বিভাগ এর ৪০ বছর পূর্তি উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী’০৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে অন্তরঙ্গ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিআরআই-এর উপ-মহাপরিচালক ওয়াং ইয়্যুন ফাং।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইয়্যূ, বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তী ও বাংলাদেশ চায়না রেডিও লিসনার্স ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলু।


আনন্দঘন এ মতবিনিময়ে শ্রোতা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান গণি, দিদারুল ইকবাল, তাসলিমা আক্তার লিমা, মোস্তফা কামাল, লুৎফর রহমান, মর্জিনা বেগম, আয়শা রহমান লাকি প্রমূখ।




শ্রোতা প্রতিনিধিরা বলেন, চীন বেতারের বাংলা অনুষ্ঠান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। শ্রোতাবন্ধু দিদারুল ইকবাল বলেন, বাংলা বিভাগের ওয়েবসাইট অনেক দ্রুত আপডেট করা হচ্ছে। এজন্য তিনি বাংলা বিভাগের কর্মীদের ধন্যবাদ জানান। তবে সম্প্রচার করা অনুষ্ঠান ডাউনলোড করার ব্যবস্থা না থাকায় শ্রোতারা তাদের পছন্দের অনুষ্ঠান সংরক্ষণ করতে পারছেন না। শ্রোতাদের সুবিধার্থে সম্প্রচার করা অনুষ্ঠান ডাউনলোডের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া ওয়েবসাইটে রিসেপরিপোর্ট এর ফরম সংযুক্ত করার অনুরোধ জানান তিনি।

শ্রোতাবন্ধু মোস্তফা কামাল বাংলা বিভাগের মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি ব্যুরো অফিস স্থাপনের জোর দাবি জানান। এছাড়াও শ্রোতারা বাংলা বিভাগের এফএম সম্প্রচারের ব্যবস্থা, পুরস্কারের মান বৃদ্ধি এবং সিআরআইতে অধিক সংখ্যক শ্রোতা প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর দাবি করেন।



শ্রোতাবন্ধু তাসলিমা আক্তার লিমা বলেন, এপর্যন্ত যত শ্রোতাবন্ধু বাংলা বিভাগের আমন্ত্রণে চীন সফর করেছেন তাদের সবাই পুরুষ। ভবিষ্যতে তিনি নারী শ্রোতাদের আমন্ত্রণ জানানোর দাবি জানান।

সিআরআই উপ-মহাপরিচালক মনোযোগ দিয়ে শ্রোতাদের কথা শোনেন। তিনি জানান, এফএম সম্প্রচারের বিষয়ে বাংলাদেশ বেতারের সঙ্গে সিআরআই-এর আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি শ্রোতাদের অন্যান্য দাবিগুলোও বিবেচনার আশ্বাস দেন।



বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে ওয়াং ইয়্যুন ফাং বলেন, প্রথম সফরেই বাংলাদেশের মানুষকে তার অনেক আপন মনে হয়েছে। তিনি শ্রোতা ও সিআরআই বাংলা বিভাগককে প্রেমিক-প্রেমিকা হিসেবে উল্লেখ করে বলেন, তার বিশ্বাস ভবিষ্যতে এসম্পর্ক আরো জোরদার হবে।

সিআরআই উপ-মহাপরিচালক উপস্থিত শ্রোতাদের কিছু উপহার দেন। শ্রোতাদের পক্ষ থেকে তাসলিমা আক্তার লিমা তাকে হাতে তৈরি একটি সূচিকর্ম উপহার দেন।





এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত



ডি.এন ডেস্ক:

১২ ফেব্রুয়ারী বাংলাদেশ সফররত চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুং ফোংয়ের নেতৃত্বে পরিচালিত তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশের তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য সচিব ফজলুর করিম ও বাংলাদেশে বেতারের মহাপরিচালক মাহবুবুর আলমের সংগে সাক্ষাত করেছেনসাক্ষাত্কালে দু পক্ষ বেতার ক্ষেত্রে উভয় পক্ষের বিনিময় ও সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক সহযোগিতা সম্পর্কে একটি স্মারক স্বাক্ষর করেন


সাক্ষাত্কালে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে বাংলাদেশের বেতারের মহাপরিচালক মাহবুবুরের সংগে বাংলাদেশে এফ এমের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান প্রচার সম্পর্কে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে দু পক্ষের সহযোগিতা সম্পর্কে একটি স্মারক স্বাক্ষর করেনএ বছরের প্রথমার্ধে এ প্রকল্প চালু হবে বলে আশা করা হচ্ছে


চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল বাংলাদেশ প্রেস ক্লাবের চেয়ারম্যান শওকত মোহাম্মদের আমন্ত্রণে দক্ষিণ এশিয় সাংবাদিক সম্মেলনে অংশ নেয়ার জন্যে ৯ ফেব্রুয়ারী ঢাকায় এসেছেন

জানুয়ারী-ফেব্রুয়ারী’২০০৯

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯



প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস


শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ



রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী


৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড


সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে


ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান




চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান



মাহমুদ হাশিম, সংবাদদাতা- সি.আর.আই (বাংলা বিভাগ) ঢাকা :


চীন আন্তর্জাতিক বেতারের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ১ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এক আনন্দঘন উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বেলালস্বাগত বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলু


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লিউ সান জেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনসুর মুসা ও অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তীঅনুষ্ঠানটি পরিচালনা করেন সিআরআই বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের

অনুষ্ঠানে বক্তৃতায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ তাঁর সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করেনসিআরআই বাংলা বিভাগের আমন্ত্রণে তিনি এ সফর করেন তিনি বলেন, অনেক কষ্ট স্বীকার করে চীনা বন্ধুরা বাংলাদেশের শ্রোতাদের জন্য বাংলা অনুষ্ঠান প্রচার করেনএজন্য তিনি সিআরআই বাংলা বিভাগের সকল কর্মীকে আন্তরিক ধন্যবাদ জানানএফএম-এ বাংলা বিভাগের অনুষ্ঠান প্রচারের লক্ষ্যে সিআরআই উদ্যোগ নেওয়ায় শওকত মাহমুদ সন্তোষ ব্যক্ত করেনতিনি আশা প্রকাশ করেন, এর ফলে ভবিষ্যতে বাংলাদেশে সিআরআই বাংলা বিভাগের খবর ও শ্রোতা কার্যক্রম আরো বিস্তৃত হবে

ড. মনসুর মুসা বলেন, সিআরআই বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি একটি ঐতিহাসিক ঘটনাতিনি বলেন, সিআরআই বাংলা বিভাগ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে চীনকে জানার জানালাচীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লিউ সান জেন বলেন, ৪০ বছর আগে সিআরআই বাংলা বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়এ ৪০ বছরে বাংলা অনুষ্ঠান বাংলাদেশী বন্ধুদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে

এ অনুষ্ঠানের মাধ্যমে ঘরে বসে বাংলাদেশের শ্রোতাবন্ধুরা চীন ও বিশ্বের খবর জানতে পারেন৪০ বছর পূর্তিতে দূতাবাসের পক্ষ থেকে বাংলা বিভাগের সকল কর্মী, বিশেষজ্ঞ ও শ্রোতাদের আন্তরিক শুভ কামনা জানান লিউ সান জেন


সভাপতি সৈয়দ রেজাউল করিম বেলাল বলেন, অনেক তাড়াহুড়ো করে অনুষ্ঠানের আয়োজন করায় সারা দেশে সিআরআই এর অগণিত শ্রোতাবন্ধুকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নিএজন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন

সিআরআই বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বাণী দেনঅনুষ্ঠানে তাঁদের বাণী পাঠ করে শোনান মহিউদ্দিন তাহেরবাণীতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সিআরআই বাংলা বিভাগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইয়্যূ-এর বাণীও পাঠ করা হয় অনুষ্ঠানেবাণীতে মাদাম ইউ বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ শ্রোতাকে আন্তরিক ধন্যবাদ জানানতিনি বলেন, শ্রোতাদের অকুন্ঠ ভালোবাসা আর ঐকান্তিক সহযোগিতায় সিআরআই বাংলা বিভাগ বন্ধুর পথ পাড়ি দিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেতিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শ্রোতাদের সহযোগিতা, সমর্থন ও অনুপ্রেরণা অব্যাহত থাকলে বাংলা বিভাগ ভবিষ্যতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে

ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমানে চীন বেতারের বাংলা বিভাগে কর্মরত সকল সংবাদকর্মীকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলা বিভাগের কর্মী ও বর্তমানে ঢাকায় চীনা দূতাবাসে কর্মরত কালচারাল এটাশে ছাও ইয়ান হুয়া চীন বেতারে তার কাজ করার অভিজ্ঞতার কথাও চমত্কার বাংলায় তুলে ধরেন ছাও ইয়ান হুয়াশ্রোতা প্রতিনিধি হিসেবে সম্প্রতি চীন সফরকারী শ্রোতাবন্ধু লুত্ফর রহমানও অনুষ্ঠানে তার চমত্কার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের শিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেনঅনুষ্ঠানে বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলুর কন্যা জয়ী একটি চীনা সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে

সিআরআই বাংলা বিভাগ ও চীনা দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উপহার দেওয়া হয় শ্রোতাদের পক্ষ থেকে সাংস্কৃতিক কাউন্সিলর লিউ সান জেনকে হাতে সেলাই করা একটি সুন্দর রুমাল উপহার দেন ঢাকার বন্ধু তাসলিমা আক্তার লীমা । অনুষ্ঠানে শ্রোতা সংঘ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, সদস্য মোস্তাফিজুর রহমান, গাজীপুর শাখা রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি শহীদুল কায়সার লিমন, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সামিবাগ সিআরআই লিসনার্স ক্লাবের সভাপতি মো: ওসমান গনি প্রমূখ।


একুশে বইমেলায় ডয়চে ভেলে

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং

শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

মোস্তাফিজুর রহমান, [ঢাকা থেকে ]


১লা ফেব্রুয়ারী’২০০৯ রোববার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌছে দিতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ৷ সেজন্য বাংলা ভাষার উন্নয়ন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আর সৃজনশীল সাহিত্য তৈরিতে তার সরকার সহায়তা করবে৷

বইমেলার শুরু থেকে শেষ পর্যন্ত মেলা প্রাঙ্গণে ছিলো লেখক, প্রকাশক, পাঠক আর ক্রেতাদের উপচে পড়া ভীড়বইমেলায় এবার রাখা হয়েছিলো সংবাদ মাধ্যমের জন্য আলাদা স্টল৷ বর্ধমান হাউজের পেছনে সাজানো হয়েছিলো এই স্টলগুলো৷ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর এই প্রথমবারের মত এবারের বইমেলায় স্টল দিয়েছে ডয়চে ভেলে বাংলা বিভাগ৷ প্রথম দিন থেকেই শ্রোতাসহ সাধারণ মানুষ স্টলে এসে ডয়চে ভেলের কার্যক্রম সম্পর্কে জানেন৷ এই স্টলকে ঘিরে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রোতাসহ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতা সংগঠক, ডিএক্সার ও শ্রোতাবন্ধুরা মেলা চলাকালীন বিভিন্ন সময়ে ডয়চে ভেলের স্টল পরিদর্শন করেছেন এবং তারা সেখানে মন্তব্য বই এর মধ্যে তাদের ব্যাপক আগ্রহের কথা উল্লেখ করেছেন। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা এবং কেন্দ্রীয় ক্লাবের জীবন সদস্য মোস্তাফিজুর রহমান ৭ এবং ২১শে ফেব্রুয়ারী ডয়চে ভেলের স্টল পরিদর্শন করেছেন। ২১শে ফেব্রুয়ারী বিকেলে তারা ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস এবং বাংলা বিভাগের সম্পাদক ফাহমিদা সুলতানার সাথে ডয়চে ভেলের স্টলে স্বাক্ষাত করেন। এই প্রথম বারেরমত একুশে বই মেলায় ডয়চে ভেলের স্টল থাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসকে আন্তরিক অভিনন্দন সহ ধন্যবাদ জানান। সেখানে তারা ২০০৮ সালের শ্রোতা সম্মেলন এবং ২০০৯ সালের শ্রোতা সম্মেলন সম্পর্কেও আলোচনা করেন।



উল্লেখ্য একুশে বই মেলায় ডয়চে ভেলের অংশ গ্রহণ সম্পর্কে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল এর একটি মতামত ৬ই ফেব্রুয়ারী ডয়চে ভেলের ওয়েবসাইটে ছাপানো হয়। ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতাদের যোগাযোগের অনুষ্ঠান মেইল বক্স-এর সম্পাদক ও ফিডব্যাক কো-অর্ডিনেটর নুরুননাহার সাত্তার এর সংকলিত সেই মতামতটি এখানে তুলে ধরা হল।

আপনাদের মতামত | 06.02.2009

বই মেলায় ডয়চে ভেলের স্টল থাকুক এটা ছিলো আমাদের প্রাণের দাবী

ভাষার মাস ফেব্রুয়ারী আর আমাদের এই বাংলা ভাষা আমাদের অহঙ্কার ৷ যাকে আমরা মায়ের মতো ভালোবাসি৷ এই ভাষার মাসে ডয়চে ভেলেকে রক্তিম শুভেচ্ছা৷ এসময়ই বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গে হয়ে থাকে বই মেলা৷ এর আগে পশ্চিম বাংলায় ডয়চে ভেলে স্টল দিলেও বাংলাদেশে কোন স্টল করেনি৷ বাংলাদেশের বই মেলায়ও ডয়চে ভেলের স্টল থাকুক এটা ছিলো আমাদের প্রাণের দাবী৷ ডয়চে ভেলে এবছর বাংলাদেশের বই মেলায় স্টল দিয়ে আমাদের এতোদিনের দাবী পূরণ করেছে সেজন্য আমরা ডয়চে ভেলের কাছে কৃতজ্ঞ৷ আমরা আসছি ডয়চে ভেলের স্টলে৷ দিদারুল ইকবাল, হালিশহর, চট্টগ্রাম, বাংলাদেশ৷ সংকলকঃ নুরুননাহার সাত্তার

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা


ইয়াং ওয়েই মিং, চীন আন্তর্জাতিক বেতার :


১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার অনুষ্ঠান ঢাকার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেল কেন্দ্রে অনুষ্ঠিত হয়এটা হলো সিআরআই ও চীনা ভাষা কার্যালয়ের মিলিত উদ্যাগে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, চীন আন্তর্জাতিক বেতারের উপ-মহাপরিচালক ওয়াং ইয়ুন ফেং, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত জেং ছিং ডিয়েন, বাংলাদেশের শান্ত মারিয়াম সংস্থার চেয়ারম্যান ইমামুল কবির শান্ত, বাংলাদেশের মনজুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম এই অনুষ্ঠান অংশগ্রহণ করেনভাষণ দেয়ার সময় বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিষ্ঠার মাধ্যমে আরো বেশি বাংলাদেশীরা চীনা ভাষা আর চীনা সংস্কৃতি জানতে পারবেনতিনি আশা করেন দু'দেশের বিনিময়ের ক্ষেত্রে কনফুসিয়ার ক্লাসরুম গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভাষণ দেয়ার সময় ওয়াং ইয়ুন ফেং বলেন, বর্তমান বিশ্বজুড়ে চীনা ভাষা শেখার প্রবণতা চলছেসিআরআই আর শান্ত মারিয়াম সংস্থা এই ক্লাসরুম খুলে দিয়ে শুধু দু'দেশের জনগণের সংস্কৃতি বিনিময়ের জন্য একটি মঞ্চ প্রতিষ্ঠা করেছে তা নয় বরং বিশ্বের বৈচিত্রময় সংস্কৃতি ও সম্প্রীতি বিশ্ব গড়ে তুলার জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করবে

………………………………………End……………………………………………

বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম এ আসবে

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম এ আসবে

ডি.এন ডেস্ক : গত ২২ শে ফেব্রুয়ারী০৯ রোববার সকালে ঢাকার গোয়েটে ইনিস্টিটিউটে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতসম্মেলন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়েটে ইনিস্টিটিউটের পরিচালক টরস্টেন অরটেল ডয়চে ভেলে বাংলা বিভাগের সম্পাদক ফাহমিদা সুলতানা৷



আলোচনা সভার শুরুতেই শ্রোতাবন্ধুরা ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নিয়েছেন। আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রেহেম লুকাস বলেছেন, ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম এ আসবে। এফ.এম এ শ্রোতাদের যে ব্যাপক আগ্রহ রয়েছে আমরা তা বুঝতে পারছি। আগামী এপ্রিলের মধ্যে আমরা হয়ত এফ.এম কার্যক্রম শুরু করতে পারবো। ডয়চে ভেলে রেডিও ২০০৮ সালে ব্যাপক সাফল্য পেয়েছে৷ গেল বছর এক লাখ ১০ হাজারের মত -মেইল, এসএমএস আমরা পেয়েছি৷ পরিবর্তিত ওয়েব সাইটও পেয়েছে দারুণ জনপ্রিয়তা৷' বাংলাদেশের অনলাইন নিউজ পেপার বিডিনিউজ ২৪ ডট কমে এখন ডয়চে ভেলের ব্যানার দেখা যায়৷রেডিও ফুর্তিসহ আরো বেশ কিছু সাংবাদিকের সঙ্গে আমরা বৈঠক করব৷ যাতে তাদের সাথেও আমরা কাজ করতে পারি। কিভাবে বাংলাদেশে ডয়চেভেলেকে আরো বেশী জনপ্রিয় করা যায় সে বিষয়ে আমাদের চেষ্টা অব্যহত রয়েছে৷ তিনি বলেন, ফেস বুকে একটি গ্রুপ গঠন করা হয়েছে৷ বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার৷ গ্রেহেম লুকাসবাংলাদেশে আসার আগে ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কলকাতায় শ্রোতা সম্মেলনে যোগ দিয়েছেন৷ সেখানে তিনি শ্রোতাদের কিছু অভিযোগ-অনুযোগের উত্তর যেভাবে দিয়েছেন তা ঢাকা শ্রোতা সম্মেলনে তুলে ধরেন এবং বলেন, পশ্চিমবঙ্গের শ্রোতারা বলছে, আমাদের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের সংবাদ বেশী থাকে৷ কিন্তু আমার কথা হচ্ছে সংবাদ বেশী না কম সেটা ব্যাপার না, আমরা কোয়ালিটি নিশ্চিত করে নিরপেক্ষভাবে সংবাদ দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়৷' তবে বাংলাদেশের মত পশ্চিমবঙ্গের শ্রোতারাও রিকোয়েন্সীর সমস্যার কথা বলেছেন এবং আমরা এই সমস্যা সমাধানে সকল শ্রোতার সহযোগিতা চাই৷ তিনি ঢাকার বই মেলায় এবার প্রথমবারের মত স্টল দেওয়ার পটভুমিও তুলে ধরেন৷

শ্রোতা সম্মেলনে বিশেষ অতিথি গোয়েটে ইনিসটিটিউটে পরিচালক অরটেল বলেন, বাংলাদেশ জার্মানির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে ডয়চে ভেলে৷ এই সম্মেলনে যোগ দিতে পেরে আমি খুশি।


ডয়চে ভেলে বাংলা বিভাগের অন্যতম সম্পাদক ফাহমিদা সুলতানা অনুষ্ঠান শুনে শ্রোতাদের আরো বেশী করে মতামত দেওয়ার অনুরোধ জানান৷ শ্রোতরা কষ্ট করে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তিনি ডয়চে ভেলের বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান৷ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডয়চে ভেলে ফেডারেশনের চেয়ারম্যান জামান সিদ্দিকী, কমিউনিটি রেডিও বিষয়ক সংগঠন বিএনএনআরসি- প্রধান বজলুর রহমান, ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম এছাড়া ডয়চে ভেলের অনুষ্ঠান সম্পর্কিত শ্রোতাদের মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন শ্রোতা বন্ধু সালাউদ্দিন ডলার, দিদারুল ইকবাল, মো: ওসমান গণী প্রমূখ।


বক্তব্য রাখছেন ডয়চে ভেলের গ্রেহেম লুকাস, গোয়েটে ইনিসটিটিউটে পরিচালক অরটেল এবং প্রথম বারেরমত ডয়চে ভেলে ফেডারেশনের পক্ষ থেকে পদক গ্রহণ করছেন গ্রেহেম লুকাস ও ফাহমিদা সুলতানা।


শ্রোতা সম্মেলনে মাল্টিমিডিয় মাধ্যমে ডয়চে ভেলের ওয়েব সাইট দেখানো হয়৷ শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গ্রেহেম লুকাস৷ ভবিষ্যতে ডয়চে ভেলের ব্লগ করা হবে কিনা শ্রোতাবন্ধু দিদারুল ইকবালের এপ্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষেসম্মেলনে শ্রোতাদের একটি প্রস্তাবিত রেডিও নাটক শোনানো হয়৷ যেটি সপ্তাহে একদিন করে ডয়চে লে প্রচার করবে৷



ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতাদের যোগাযোগের অনুষ্ঠান মেইল বক্স-এর সম্পাদক ফিডব্যাক কো-অর্ডিনেটর নুরুননাহার সাত্তার এবার শ্রোতা সম্মেলনে না এলেও তিনি সম্মেলন চলাকালীন সময়ে বন স্টুডিও থেকে টেলিফোনে সরাসরি শ্রোতাবন্ধুদের সাথে কথা বলেছেন৷ বন স্টুডিও থেকে তিনি শ্রোতা সম্মেলন সম্পর্কে ফোনে যাদের স্বাক্ষাতকার নিয়েছেন তারা হলেন, ঢাকার শ্রোতাবন্ধু মোস্তফা কামাল, কিশোরগঞ্জের আশ্রাফুল ইসলাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, ঢাকার সালেহ মতিন, খুলনার বিকাশ রঞ্জন ঘোষ, রাজশাহীর সালাউদ্দিন ডলার, সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার ক্ষুদে সদস্য শ্রাবণী, ঢাকার নতুন শ্রোতা ইয়াসমিন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল প্রমূখ।



টেলিফোনে বন্ধুরা জানালেন ডয়চে ভেলের প্রতি তাঁদের আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসার কথা৷ জানালেন অনুষ্ঠান ওয়েবসাইট সম্পর্কেও খোলামেলা মতামত৷ আরো বললেন ডয়চে ভেলে এখন অনুষ্ঠানের শ্রবনমানের চেয়ে ওয়েবসাইটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে৷ কিন্তু প্রশ্ন বাংলাদেশের কজন শ্রোতার ওয়েবসাইট দেখার সুযোগ রয়েছে? আরেকজন বন্ধু বললেন আমাদের বাংলা ওয়েবসাইটে কি নেই ! সবই তাঁর কাছে ভালো লাগে সাম্প্রতিক ঘটনা থেকে বিনোদন আর শ্রোতাদের জন্য আলাদা পাতা তো রয়েছেই


blog comments powered by Disqus