আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার আয়োজনে
মহান স্বাধীনতা দিবসে
শিশুদের চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা থেকে : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ শে মার্চ ২০০৯ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো দিনব্যাপী শিশুদের চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা ।
২৬ শে মার্চ সকাল সাড়ে ৮টায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক জনাব দিদারুল ইকবাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত “শিশুদের চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা”র শুভ উদ্ধোধন করেন।
উদ্ধোধনের পরপরি শুরু হয় প্রতিযোগিতার প্রথম ইভেন্ট ‘চিত্রাংকন প্রতিযোগিতা’ । এর পর ২য় ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় পর্যায়ক্রমে বালিশ খেলা, দাদুর খেলা এবং চোখ বাধা অবস্থায় কপালে টিপ পড়ানো খেলা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় সর্বমোট ৬০ জন সুবিধা বঞ্চিত শিশু অংশ গ্রহনের সুযোগ পেয়েছে ।


চিত্রাংকন এবং দাদুর খেলা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী: বন্যা আক্তার এবং মো: রকিব এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার এই আয়োজনটি এমন শিশুদের জন্য নির্বাচন করা হয়েছে যারা সবসময় সমাজের কাছে অবহেলিত এবং রাষ্ট্রিয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমন কি মৌলিক অধিকার থেকেও । তাই অনুষ্ঠানটি সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে উৎসর্গ করা হয়েছে ।
প্রতিযোগিতা শেষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি মিরপুর

কপালে টিপ পড়ানো এবং বালিশ খেলা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী: শিরিন আক্তার এবং মো: হূদয় এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)’র পরিচালক জনাব দিদারুল ইকবাল এবং ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা ।

বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক জনাব দিদারুল ইকবাল শিশুদের সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, মো: আমিনুল ইসলাম, মো: আজিজুল হক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া প্রমূখ । >>>১) চিত্রাংকন প্রতিযোগিতা:






















চিত্রাংকন প্রতিযোগিতার কিছু অংশ বিশেষ।

প্রতিযোগিতায় দুটি বিভাগের ৪টি ইভেন্টে যারা বিজয়ী হয়েছে তারা হলো-
১) চিত্রাংকন প্রতিযোগিতা> প্রথম: বন্যা আক্তার, দ্বিতীয়: মো: সোলেমান ও তৃতীয়: মো: সুমন। ২) ক্রীড়া প্রতিযোগিতা> (ক) বালিশ খেলা: প্রথম: মো: হূদয়, দ্বিতীয়: সুইটি আক্তার ও তৃতীয়: মো: রুবেল। (খ) দাদুর খেলা: প্রথম: মো: রকিব, দ্বিতীয়: মো: নাজমুল ও তৃতীয়: বাতাসী খাতুন। (গ) কপালে টিপ পড়ানো খেলা: প্রথম: শিরিন আক্তার, দ্বিতীয়: মো: জনি ও তৃতীয়: মো: রাজিব ।

২) ক্রীড়া প্রতিযোগিতা (ক) বালিশ খেলা:







ক্রীড়া প্রতিযোগিতায় বালিশ খেলার কিছু অংশ বিশেষ।
(খ) দাদুর খেলা:







দাদুর খেলার কিছু অংশ বিশেষ।

(গ) কপালে টিপ পড়ানো খেলা:







কপালে টিপ পড়ানো খেলার কিছু অংশ বিশেষ।














কপালে টিপ পড়ানো খেলার আরো কিছু অংশ বিশেষ।



প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার
দ্বিতীয় পুরস্কার বিজয়ী বন্ধুরা:





কপালে টিপ পড়ানো খেলায় দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মো: জনি এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল, চিত্রাংকনে দ্বিতীয় পুরস্কার বিজয়ী: মো: সোলেমান এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, বালিশ খেলায় দ্বিতীয় পুরস্কার বিজয়ী: সুইটি আক্তার এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া এবং দাদুর খেলায় দ্বিতীয় পুরস্কার বিজয়ী: নাজমুল এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশিল জনকল্যাণ সমিতির মো: আমিনুল ইসলাম ।
তৃতীয় পুরস্কার বিজয়ী বন্ধুরা:





দাদুর খেলায় তৃতীয় বিজয়ী: বাতাসী খাতুন এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, চিত্রাংকনে তৃতীয় বিজয়ী: মো: সুমন এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশিল জনকল্যাণ সমিতির মো: আমিনুল ইসলাম, কপালে টিপ পড়ানো খেলায় তৃতীয় বিজয়ী: মো: রাজিব এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া এবং বালিশ খেলায় তৃতীয় বিজয়ী: মো: রুবেল এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশিল জনকল্যাণ সমিতির মো: আজিজুল হক ।
পুরস্কার বিজয়ীদের গ্রুপ ছবি




দাদুর খেলায় বিজয়ী তিন বন্ধু, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী তিন বন্ধু, বালিশ খেলায় বিজয়ী তিন বন্ধু, কপালে টিপ পড়ানো খেলায় বিজয়ী তিন বন্ধু।

মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আবদুল আউয়াল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক জনাব দিদারুল ইকবাল, ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, সাধারণ সম্পাদক সুবর্ণা আক্তার রিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ পরিদর্শীকা সাকিয়া বেগম, বিশিল জনকল্যাণ সমিতির মো: আমিনুল ইসলাম এবং মো: আজিজুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । পুরস্কার বিতরণ শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী করা হয় । v


blog comments powered by Disqus
blog comments powered by Disqus