“ডিএক্সীং নিউজ” বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেতার সংগঠন ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)’ এর মূলত একটি বেতার ভিত্তিক প্রকাশনা প্রকল্প । ২০০৪ সালের ১৭ মে তকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ বর্তমান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর কর্তৃপক্ষ “ডিএক্সীং নিউজ” এই নামে একটি নিয়মিত বেতার ভিত্তিক মাসিক পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয় । জানামতে এটিই বাংলাদেশের কোন বেতার সংগঠনের পক্ষ থেকে সর্ব প্রথম প্রেসে প্রকাশিত মাসিক প্রকাশনা এবং বাংলাদেশে একমাত্র ডিএক্সীং সম্পর্কিত প্রথম পত্রিকা । এতে প্রকাশ করা হয়েছে, হচ্ছে বা হবে বর্হিবিশ্ব বেতারের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, ডিএক্স অনুষ্ঠান, কবিতা, ফিচার, গল্প, ডিএক্সীং কুইজ, ধাঁধাঁ, মনিটরিং সংবাদ, শ্রোতাদের মতামত এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রোতা সংগঠন গুলির বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী, সর্বোপরি ডিএক্সীং জগ বলতে যা বুঝায় ! ডিএক্সীং জগৎ অর্থাৎ শখের রাজ্যের যেমন সূর্যের মত ঝলমল আলো রয়েছে তেমনি একটি চার অক্ষরের ছোট্ট কলঙ্কও রয়েছে- প্রতারণা, যারা বিভিন্ন সময় বিভিন্ন বেতারে মিথ্যে ও ভুল তথ্য দিয়ে প্রতারণা করছে এবং বেতার কর্তৃপক্ষ ও শ্রোতাদের বিভ্রান্ত করছে ! হাতে গণা কিছু অসাধু শিক্ষিত নামধারী অশিক্ষিত শ্রোতার দৌরাতেœ্যর কারনেই আজ ডিএক্সীং জগৎ প্রতারণার কলঙ্কে কলঙ্কিত । কিন্তু এই প্রতারণার কলঙ্ক দূর করা খুব কঠিন কোন কাজ নয় । ইচ্ছে করলে আজকেই ডিএক্সীংকে প্রতারণামুক্ত করা সম্ভব যেমন- আপনি, আপনারা, আমি, আমরা যারা সচেতন শ্রোতা, ডিএক্সার, মনিটর তাদের শুধুমাত্র প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদের ইচ্ছে শক্তিটুকুই যথেষ্ট । আপনারা যারা ডিএক্সীং সচেতন তাদের সহযোগিতা করতে এবং যারা ডিএক্সীং নিয়ে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে “ডিএক্সীং নিউজ” সবসময় আপনাদের পাশে হাতিয়ার হিসেবে কাজ করবে । আমরা এই “ডিএক্সীং নিউজ” পত্রিকায় তাদেরকে স্থান দিতে চাই যারা ডিএক্সীং এর সাথে প্রতারণা, ভন্ডামী, ভূয়ামী, ভূলতথ্য প্রেরনসহ ইত্যাদি মিথ্যার আশ্রয় নেয়না । আমাদের এই পত্রিকার মাধ্যমে ডিএক্সীং সচেতন শ্রোতা, ডিএক্সার বা মনিটরগণ তাদের ডিএক্সীং জগতের অনুভূতি একে অন্যের কাছে স্বচ্ছ ভাবে প্রকাশ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস । আমরা মনে করি এই প্রকাশনার মধ্য দিয়ে ভূয়া সংগঠনগুলি ব্যাতিত প্রতারনামুক্ত ক্লাব গুলির পরিচিতি উঠে আসবে এবং তারা যে বেতার কেন্দ্র গুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখছে তারও মূল্যায়ন করা হবে । আমাদের রয়েছে ডিএক্সীং এর একঝাঁক নিবেদিত কলম সৈনিক । যারা তাদের দায়িত্ব ও কর্তব্য কখনো এড়িয়ে চলেনা এবং মিথ্যে ডিএক্সীং এর বিরুদ্ধে আপোষহীন । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম-গঞ্জে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, থানা ও জেলা পর্যায়ে “ডিএক্সীং নিউজ” পত্রিকার প্রতিনিধি রয়েছে এবং আরো প্রতিনিধি সংগ্রহ করা হচ্ছে। যারা প্রতিনিধি হতে ইচ্ছুক তারা আমাদের ওয়েব সাইট www.dxingnews.blogspot.com/Correspondent Application Form থেকে প্রতিনিধি আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে সম্পাদকের বরাবর লিখিত আবেদন করতে পারেন । সকল প্রতিনিধিকে পরিচয়পত্র প্রদান করা হবে । এছাড়া প্রতিনিধিদের ছবি, নাম ও কোন অঞ্চলের প্রতিনিধি তা এই ওয়েব সাইটের সম্পাদকীয় বোর্ডে প্রকাশ করা হবে । “ডিএক্সীং নিউজ” পত্রিকার যে কোন বিষয়ে আপনার যে কোন মূল্যবান মতামত, প্রস্তাব, আলোচনা, সমালোচনা ইত্যাদি আমাদের সম্পাদকীয় ঠিকানায় অথবা ই-মেইলে লিখে জানালে আমরা তা গ্রহণ ও বিবেচনা করবো । ধন্যবাদ,
দিদারুল ইকবাল