রাষ্ট্রীয় পরিষদের জবাবে বলা হয়েছে, লাসা শহর হচ্ছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। ধাপে ধাপে লাসাকে সমৃদ্ধ অর্থনীতি, সুষম সমাজ ও সুষ্ঠু প্রকৃতি, স্পষ্ট ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গভীর জাতিগত দৃশ্য সম্পন্ন আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জবাবে নির্দেশ দেয়া হয়েছে, 'লাসা শহরের সাধারণ নকশা'-এ নির্ধারিত ১৪৮০ বর্গকিলোমিটার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলকে ঐক্যবদ্ধ পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করা হবে। ২০২০ সাল পর্যন্ত কেন্দ্রীয় শহরাঞ্চলের জনসংখ্যা ৪ লাখ ৫০ হাজারের মধ্যে নিয়ন্ত্রিত হবে। জবাবে আরো নির্দেশ দেয়া হয়েছে, আইনানুসারে প্রয়োজনীয় ধর্মীয় স্থান রক্ষা করতে হবে এবং ধর্মাবলম্বী জনসাধারণের ধর্মীয় জীবনের চাহিদা মেটাতে হবে। (ইন্টারনেট থেকে)