আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

J রেডিও কুইজ কর্ণার J

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ:
এপ্রিল মাসের কুইজ প্রতিযোগিতার বিজ্ঞপ্তি: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অকৃত্তিম শুভেচ্ছা আপনাদের জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে, আপনাদের অনুরোধে আমরা চলতি এপ্রিল মাস থেকেই নতুন একটি কুইজ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিযোগিতার ফলাফল পরবর্তী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করবো। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কার প্রদান করা হবে। সঠিক উত্তর দাতার সংখ্যা বেশি হলে লটারীর মাধ্যমে শ্রেষ্ঠ তিনজনকে বাছাই করা হবে।
আমাদের কুইজ প্রতিযোগিতার বিষয় তিব্বত। তিব্বতের ওপর দু'টো প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর অবশ্যই প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে আমাদের কাছে চিঠিতে অথবা ই মেইলে পৌছাতে হবে। আমাদের বিশ্বাস , আপনাদের আন্তরিক অংশগ্রহণে প্রতিযোগিতাই প্রাণবন্ত হয়ে উঠবে।
ক) কোন সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে গণতান্ত্রিক সংস্কার চালু হয়?
১) ১৯৫০ সাল ২) ১৯৫৩ সাল ৩) ১৯৫৮ সাল
খ) তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানীর নাম কী?
১) লাসা ২) নানচিন ৩) উরমুজ
বাংলাদেশে: চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ, জিপিও বক্স নং- ৬১০৫, গুলশান, ঢাকা- ১২১২
সরাসরি: Bengali Section (CRI-11), China Radio International, P.O. Box- 4216, Beijing- 100040, China. ই-মেইল: ben@cri.com.cn
ডয়চে ভেলে, বাংলা বিভাগ:
এপ্রিল মাসের ধাঁধা প্রতিযোগিতা: আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে? - ইংল্যান্ড, - দক্ষিণ আফ্রিকা, - শ্রীলংকা
উত্তর পাঠিয়ে দিন ডয়চে ভেলের ঠিকানায় ৩০ এপ্রিলের মধ্যে৷ বিজয়ীদের জন্য রয়েছে একটি গ্রুন্ডিগ ও দুটি ছোট রেডিও৷ বিজয়ী নির্ধারণ করা হবে লটারীর মাধ্যমে৷ উত্তর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় ঢাকা নতুন দিল্লী অথবা বন৷
বাংলাদেশে: P.o. Box- 2170, Dhaka- 1000.
ভারতে: P.o. Box- 5211, Chanakyapuri, New Delhi 110021
জার্মানি: 5311 Bonn, Germany
ই-মেলের -এর মাধ্যমেও পাঠাতে পারেন উত্তর: bengali@dw-world.de

রেডিও জাপান বাংলা বিভাগ:
মার্চ’২০০৯ এর কুইজ এবং সম্ভাব্য উত্তর: সঠিক উত্তর ৩০শে এপ্রিল’২০০৯ এর মধ্যে পাঠাতে হবে। ১) কোন জাপানী চলচ্চিত্র এ বছর বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে সর্বশ্রেষ্ঠ হিসেবে অস্কার পুরস্কার লাভ করেছে? ক) ওকুরিবিতো, খ) হোতারু-নো-হাকা, গ) টাইটানিক
২) জাপানের একজন সাবেক খেলোয়াড়, তাঞ্জানিয়ায় হতাশাগ্রস্ত শরণাথীদের আনন্দ-উৎসাহ প্রদানের জন্য জানুয়ারী মাসে বিশেষ কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলেন? ক) ফুটবল, খ) ক্রিকেট, গ) রিলে দৌড়।
বাংলাদেশে: বাংলা বিভাগ, রেডিও জাপান, জিপিও বক্স নম্বর ২৯৫৯, ঢাকা-১০০০
ভারতে: Bengali Service, Radio Japan NHK, New Delhi Office, Sixth Floor, Meridian Commercial Complex, Eight Windsor Place, Janpath, New Delhi 110001. ই-মেইল: nhkworld@nhk.jp
সরাসরি: Bengali Service, Radio Japan, NHK, Tokyo 150-8001, Japan.
blog comments powered by Disqus