আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
ডয়চে ভেলে এবং শ্রোতা সংগঠকদের মধ্যে মোবাইল কনফারেন্স অনুষ্ঠিত

তাছলিমা আক্তার লিমা, ঢাকা থেকে : বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ শে মার্চ ২০০৯ রাত ৮ টায় ডয়চে ভেলে এবং শ্রোতা সংগঠকদের মধ্যে এক মোবাইল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ডয়চে ভেলে বাংলা বিভাগ থেকে মোবাইল কনফারেন্সে যোগ দিয়েছেন শ্রোতাদের যোগাযোগের অনুষ্ঠান মেইল বক্স-এর সম্পাদক ও ফিডব্যাক কো-অর্ডিনেটর নুরুননাহার সাত্তার এবং শ্রোতা সংগঠকদের মধ্যে থেকে অংশগ্রহন করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল, খুলনা থেকে ডা: বিকাশ রঞ্জন ঘোষ, কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম, গোপালগঞ্জ থেকে বিধান চন্দ্র টিকাদার, বগুড়া থেকে এম.শামসুল ইসলাম, কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস মাষ্টার, ঢাকা থেকে মোস্তফা কামাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, ঝিনাইদহ থেকে এম.বি.জামান সিদ্দিকী, রাজশাহী থেকে সালাউদ্দিন ডলার প্রমূখ। মোবাইল কনফারেন্সে অংশগ্রহনকারী সকলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মোবাইল কনফারেন্সটির আয়োজন করেছেন কিশোরগঞ্জের আশরাফুল ইসলাম এবং খুলনার ডা: বিকাশ রঞ্জন ঘোষ। তারা ২৬ শে মার্চ’র পূর্বে শ্রোতাসংগঠকদের মোবাইল ম্যাসেজের মাধ্যমে এবিষয়ে অবগত করেন।

blog comments powered by Disqus