যেমন- চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই), ডয়চে ভেলে (ডি.ডব্লিউ), রেডিও ভেরিতাস এশিয়া (আর.ভি.এ), এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এ.ডব্লিউ.আর), রেডিও জাপান (আর.জে), রেডিও তেহরান (আর.টি), ভয়েস আব আমেরিকা (ভি.ও.এ), বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, রেডিও পাকিস্তান (আর.পি) সহ বিভিন্ন বেতারের নাম ইত্যাদি। আর এখানে আপনি আপনার পছন্দের যে কোন বেতার লিংকে একবার ক্লিক করা মাত্রই পেয়ে যাবেন ঐ বেতারের সকল তথ্য। সকল আন্তর্জাতিক বেতারের ওবেসাইটের ঠিকানা আপনার জানা না থাকলেও কোন সমস্যা নেই। http://www.sarc97.blogspot.com/ শুধুমাত্র এই ঠিকানাটি মনে রাখতে পারলেই হলো। এই ঠিকানায় লগইন করে রেডিও লিংক এর মাধ্যমে আপনি একসাথে পেয়ে যাবেন সকল বেতারের ওয়েবসাইটের ঠিকানা। বলা যায় একের ভিতর ৩/৪ নয়, একের ভিতর অনেক! রেডিও ক্লাব ওয়েব লিংক: এই লিংকে রয়েছে বিভিন্ন শ্রোতা সংঘের ওয়েব সাইটের সংযোগ। এখানে আপনি পাবেন বিভিন্ন আন্তর্জাতিক বেতার সংঘের সর্বশেষ আপডেট কাযর্ক্রম। এই সম্পর্কে আর কিছু বিস্তারিত উল্লেখ করছিনা এই জন্যই যে, শ্রোতাবন্ধুরা যতক্ষন না এই লিংকে লগইন করছেন ততক্ষন পর্যন্ত তারা ডিএক্সীং থেকে অনেক দূর পিছিয়ে থাকবেন। তাহলে আর দেরি না করে এখনি লগইন করুন! ও হ্যাঁ, রেডিও ক্লাব ওয়েব লিংক এর মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাবের অরো একটি ওয়েসাইট খুজে পাবেন ঠিকানা http://www.southasiaradioclub.webs.com/ । ডিএক্সীং নিউজ লেটার ওয়েব লিংক: এখানে আছে ডিএক্সীং নিউজ, অন্নেশা ডিএক্স মেইল এবং ডিএক্স নিউজ এর ওয়েবসাইট সংযোগ। নিউজ: সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর যত শাখা প্রশাখা রয়েছে, প্রতিটি শাখা প্রশাখার সাংগঠনিক কার্যক্রম কখন কোথায় কিভাবে পালন করা হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে প্রতি মূহুর্তে তা হালনাগাদ করা হচ্ছে। কুইজ কর্ণার: আন্তর্জাতিক বেতারের বিভিন্ন কুইজ সম্পর্কে জানতে হলে আপনি এখানেই ক্লিক করুন। তাহলে সাথে সাথে পেয়ে যাবেন বিভিন্ন বেতারের কুইজ এর প্রশ্ন। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল বলেছেন ডিএক্সীং কার্যক্রমের নিরন্তর উন্নতি এবং বিষয়বস্তুর সমৃদ্ধির সংঙ্গে সংঙ্গে এই ওয়েবসাইট শ্রোতা তথা ইন্টারনেট ব্যবহারকারীদের দিন দিন আরো বেশি মনোযোগ আকর্ষণ করতে নিত্যনতুন তথ্য দিয়ে নিয়মিত হালনাগাদ করা হবে যাতে শ্রোতাবন্ধুরা উপকৃত হয় ডিএক্সীং কার্যক্রম আরো বেশি প্রসারিত হয়।
Jan-Feb/2009 Issue
মাসিক ডিএক্সীং নিউজ
জানুয়ারী-ফেব্রুয়ারী’২০০৯
চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-
ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে
ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস
শেষ পাতা
চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-
এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-
ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান
ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-
একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী
সম্পাদকীয় যোগাযোগ
রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী
৬ষ্ঠ পাতা
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-
এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে
ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড
সপ্তম পাতা
চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে