আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

প্রবাসী চীনারা ও বন্ধুভাবাপন্ন বিভিন্ন সংস্থা 'তিব্বতের লাখ লাখ কৃতদাসের মুক্তি দিবস' উদযাপন করেছে

প্রবাসী চীনারা ও বন্ধুভাবাপন্ন বিভিন্ন সংস্থা
'তিব্বতের লাখ লাখ কৃতদাসের মুক্তি দিবস' উদযাপন করেছে
ইয়ু কুয়াং ইউয়ে, চীন আন্তর্জাতিক বেতার # ২৮ মার্চ হচ্ছে প্রথম 'তিব্বতের লাখ লাখ কৃতদাসের মুক্তি দিবস'। সম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসী চীনা, চীনের প্রতি বন্ধুভাবাপন্ন বিভিন্ন সংস্থা নানা পদ্ধতিতে তিব্বতী জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পূর্ব আমেরিকা চীনা কমিউনিটি ফেডারেশন ২৭ মার্চ নিউইয়র্কে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে তিব্বতের অতীত ও বর্তমানের বিরাট পরিবর্তনের দিকটিকে সবার সামনে তুলে ধরেছে। দর্শকরা আলোকচিত্র প্রদর্শনী দেখার পর বলেছেন, তিব্বতের স্বদেশবাসীরা চীনের বড় পরিবারে আরো বেশি সুন্দর জীবন কাটাচ্ছেন।
শ্রীলংকা-চীনা সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমিতিসহ চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বেশ কয়েকটি সংস্থা এবং অনেক সরকারী কর্মকর্তা ২৮ মার্চ শ্রীলংকায় চীনা দূতাবাসের কাছে অভিনন্দন চিঠি পাঠিয়েছে। অভিনন্দন চিঠিতে তারা লিখেছেন, তারা তিব্বতের গণতান্ত্রিক সংস্কার চালু করার ৫০ বছরে অর্জিত বিরাট সাফল্য দেখে আনন্দ বোধ করেন। তারা দৃঢ়তার সঙ্গে দালাই গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী তত্পরতার বিরোধিতা ও তার তীব্র নিন্দা করে।
নাইজেরিয়ার প্রবাসী চীনারা ২৮ মার্চ অনুষ্ঠিত এক আলোচনা সভায় বলেছেন, পশ্চিম আফ্রিকা ও নাইজেরিয়ার প্রবাসী চীনারা ৫০ বছরে তিব্বতের উন্নয়নের জন্য উত্সাহিত। তিব্বতের লাখ লাখ কৃতদাসের মুক্তি পাওয়া হচ্ছে চীন ও বিশ্বের মানবাধিকারের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। (ইন্টারনেট থেকে)
blog comments powered by Disqus