আজ ১ অক্টোবর ২০১১ সাল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকল আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, ফেইসবুক বন্ধু এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি। >>> দিদারুল ইকবাল (সম্পাদক ও প্রকাশক), ডিএক্সীং নিউজ

Jan-Feb/2009 Issue

মাসিক ডিএক্সীং নিউজ

জানুয়ারী-ফেব্রুয়ারী২০০৯

প্রথম পাতা

চীন আন্তর্জাতিক বাংলা বিভাগের ৪০ বছর পূর্তিতে-

ঢাকায় অন্তরঙ্গ মতবিনিময় সভা

ডয়চে ভেলে শিঘ্রই এফ.এম. এ আসবে

ঢাকায় ডয়চে ভেলের ৪র্থ শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস

শেষ পাতা

চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধিদল ও বাংলাদেশ বেতারের মধ্যে-

এফ.এম প্রকল্প নিয়ে স্মারক স্বাক্ষরিত

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে-

ঢাকায় আনন্দঘন উদযাপনী অনুষ্ঠান

ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৪ বছর উপলক্ষে-

একুশের চিত্রাংকন প্রতিযোগিতা এবং তাছলিমা আক্তার লিমার একক চিত্রপ্রদর্শনী

সম্পাদকীয় যোগাযোগ

রেডিও শুনুন, বিশ্বকে জানুন- বাংলা অনুষ্ঠান প্রচারের সময় সূচী

বিজ্ঞপ্তী

৬ষ্ঠ পাতা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতা সংগঠক, ডিএক্সার এবং শ্রোতাদের ব্যাপক অনুরোধ ও দাবীর পর-

এই প্রথমবারের মত একুশে বইমেলায় ডয়চে ভেলে

ডিএক্সীং নিউজ সম্পাদকীয় বোর্ড

সপ্তম পাতা

চীন আন্তর্জাতিক বেতার-শান্ত মারিয়াম প্রচার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হয়েছে

* আন্তর্জাতিক বেতার পরিচিতি *
এই বিভাগে তুলে ধরা হবে বিভিন্ন আন্তর্জাতিক বেতারের ইতিহাস এবং পরিচিতি। আজ থাকছে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচিতি।

চীন আন্তর্জাতিক বেতারের অতীত আর বর্তমান
১৯৪১ সালের ৩রা ডিসেম্বর রাতে চীন আন্তর্জাতিক বেতারের প্রথম কন্ঠ ইথারে ভেসে ওঠে, তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান হতো । তখন এই সংস্থার নাম ছিলো ইয়ান আন সিন হুয়া বেতার । ১৯৪৯ সালের ২৫শে মার্চ ইয়ান আন সিন হুয়া বেতার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণ মুক্তি ফৌজের সদর দপ্তরের সঙ্গে বেইপিং অর্থাত্ বর্তমান বেইজিংয়ে স্থানান্তরিত হয়েছে, এবং সঙ্গে সঙ্গে বেতারের নামও বদলে বেইপিং সিনহুয়া বেতার হয়েছে । একই বছরের ২৭শে সেপ্টেম্বর এর নাম আবার বদলে হয়েছে বেইজিং সিনহুয়া বেতার । চীনের বৈদেশিক বেতার ব্রতের সত্যিকার উন্নয়ন শুরু হয়েছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর । ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে বেইজিং সিনহুয়া বেতারের নাম বদলে কেন্দ্রীয় গণ বেতার হয়েছে । সেই বছরে বেইজিং বেতারে ১১টি বিদেশী ভাষার অনুষ্ঠান প্রচারিত হয় ।
এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন মহাদেশে মোট ২৭টি ব্যুরো অফিস খুলেছে, এবং চীনের হংকং, ম্যাকাও সহ বিভিন্ন প্রদেশে এর প্রতিনিধি অফিস প্রতিষ্ঠিত আছে । সি আর আইয়ের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী বাড়ানো ।বর্তমানে সি আর আই থেকে ৩৮টি বিদেশী ভাষা এবং চীনের ম্যানডারিন ভাষা ও অন্য চারটি আঞ্চলিক ভাষা মিলিয়ে মোট ৪৩টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে । এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে আমাদের চীনা ভাষা সহ মোট ৩৯টি ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে । এ সব ওয়েবসাইটে বিগত এক সপ্তাহের অনুষ্ঠান শোনা যায় ।


চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের কর্মী বৃন্দের সাথে পরিচালক মাদাম ইয়ু কুয়াং য়ুএ (সর্ব মাঝে)।

১৯৬৮ সালের আগস্ট মাস থেকে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি কাজ শুরু হয় । তখনকার হিন্দী বিভাগের প্রধান ম্যাডাম লি লি জুন বাংলা বিভাগের দায়িত্বও পালন করতেন । ১৯৬৯ সালের ১লা জানুয়ারী বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । তখন থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলা বিভাগের পরিচালক ছিলেন মিঃ ফান ফু কুও । তিনি হলেন সত্যিকার অর্থে বাংলা বিভাগের প্রথম পরিচালক । এখন পর্যন্ত বাংলা বিভাগে মোট ছয় জন পরিচালক দায়িত্ব পালন করেছেন । বর্তমানে বাংলা বিভাগে দু জন বাঙ্গালী বন্ধু সহ মোট ১৯ জন কর্মকর্তা আছেন । চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বর্তমান পরিচালক মাদাম ইয়ু কুয়াং য়ুএ। তার জন্ম চীনের পেইচিং এ। তিনি চীন আন্তর্জাতিক বেতারে যোগ দিয়েছেন ১৯৯৫ সালে। মাদাম ইয়ু কুয়াং য়ুএ এর শখ হচ্ছে অবসরে বই পড়া, টেলিভিশনে নাটক দেখা, বাচ্চার সঙ্গে খেলা এবং কাজের মধ্যে ডুবে থাকা ইত্যাদি।

১৯৯৬ সালের ২ জুলাই সিআরআই'র পুরোনো অফিসে বাংলা বিভাগের কর্মীরা কাজ করছেন।

blog comments powered by Disqus