এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন মহাদেশে মোট ২৭টি ব্যুরো অফিস খুলেছে, এবং চীনের হংকং, ম্যাকাও সহ বিভিন্ন প্রদেশে এর প্রতিনিধি অফিস প্রতিষ্ঠিত আছে । সি আর আইয়ের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী বাড়ানো ।বর্তমানে সি আর আই থেকে ৩৮টি বিদেশী ভাষা এবং চীনের ম্যানডারিন ভাষা ও অন্য চারটি আঞ্চলিক ভাষা মিলিয়ে মোট ৪৩টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে । এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে আমাদের চীনা ভাষা সহ মোট ৩৯টি ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে । এ সব ওয়েবসাইটে বিগত এক সপ্তাহের অনুষ্ঠান শোনা যায় ।
১৯৬৮ সালের আগস্ট মাস থেকে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি কাজ শুরু হয় । তখনকার হিন্দী বিভাগের প্রধান ম্যাডাম লি লি জুন বাংলা বিভাগের দায়িত্বও পালন করতেন । ১৯৬৯ সালের ১লা জানুয়ারী বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । তখন থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলা বিভাগের পরিচালক ছিলেন মিঃ ফান ফু কুও । তিনি হলেন সত্যিকার অর্থে বাংলা বিভাগের প্রথম পরিচালক । এখন পর্যন্ত বাংলা বিভাগে মোট ছয় জন পরিচালক দায়িত্ব পালন করেছেন । বর্তমানে বাংলা বিভাগে দু জন বাঙ্গালী বন্ধু সহ মোট ১৯ জন কর্মকর্তা আছেন । চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বর্তমান পরিচালক মাদাম ইয়ু কুয়াং য়ুএ। তার জন্ম চীনের পেইচিং এ। তিনি চীন আন্তর্জাতিক বেতারে যোগ দিয়েছেন ১৯৯৫ সালে। মাদাম ইয়ু কুয়াং য়ুএ এর শখ হচ্ছে অবসরে বই পড়া, টেলিভিশনে নাটক দেখা, বাচ্চার সঙ্গে খেলা এবং কাজের মধ্যে ডুবে থাকা ইত্যাদি।
১৯৯৬ সালের ২ জুলাই সিআরআই'র পুরোনো অফিসে বাংলা বিভাগের কর্মীরা কাজ করছেন।